MAHASHETA DEBI MEMORIAL ACADEMY
আমাদের বিদ্যালয়ের লক্ষ্য কেবল শুধু পরানোই নয়। প্রত্যেকটি শিশুকে আদর্শবান করে গড়ে তোলাই হল এই বিদ্যালয়ের মুখ্য উদ্দেশ্য। এই বিশাল আকাশ অফুরন্ত বাতাস ও উজ্জ্বল আলোই মুক্ত প্রকৃতির পরিবেশের মধ্যে শিশুমন একটি ছোট অঙ্কুরের মত। তাই শিশুর এই অবচেতন মনের ভাব ও কিশলয়ের মতো অপরিণত ভাবনা গুলিকে সুস্থ ও সার্বিক বিকাশের উপযোগী করে গড়ে তোলায় আমাদের মুখ্য উদ্দেশ্য। তাই আপনি, আমি ও আমরা সবার বিনীত দায়িত্ব বোধি পারবে আপনার শিশুর দৈহিক ও মানসিক বিকাশ ঘটাতে ।আসুন এই প্রচেষ্টায় আমরা সবাই হাত লাগাই যাতে প্রত্যেক শিশু আগামীতে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে।
With my best wishes
Sincerely
ABDUL HALIM
Sincerely
ABDUL HALIM